হাইওয়ে ওসির সঙ্গে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার মতবিনিময়
- রশিদুর রহমান রানা
-
২০২৪-০২-০৮ ১৬:৪৮:০২
- Print
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দদের সঙ্গে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মাহবুর রহমান এর মতবিনিময় সভা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নিসচা ও হাইওয়ে পুলিশের কার্যক্রম প্রায় এক ও অভিন্ন, তিনি নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিসচা'র বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিবগঞ্জ উপজেলা নিসচা'র সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ,আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম ডিউ, কার্যনির্বাহী সদস্য প্রভাষক মাহফুজুর রহমান,সাংবাদিক আব্দুর রহিম।এসময় উপস্থিত ছিলেন, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন,যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান,প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা প্রমুখ।
পরে নিসচা কেন্দ্রীয় কমিটি কতৃক প্রকাশিত স্বারকগ্রন্থ "নিরাপদ" এর সৌজন্য কপি ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার ২০২৪ সালের ক্যালেন্ডার নবাগত অফিসার ইনচার্জ মাহবুর রহমান এর হাতে তুলে দেওয়া হয়।