শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৪-০২-০৭ ০৯:৩৮:২৫

চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের ৭ ফেব্রুয়ারী, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। প্রয়াত এই গুণি নির্মাতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
পরিচালক মনোয়ার খোকন (মনোয়ার হোসেন খোকন) ১৯৫৬ সালের ৭ মার্চ, কুষ্টিয়া জেলায়, জন্মগ্রহণ করেন।
বাণিজ্যিক সিনেমার মাস্টারমেকার হিসেবে খ্যাত এ জে মিন্টু'র সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন মনোয়ার খোকন। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘লক্ষীর সংসার’ মুক্তিপায় ১৯৯২ সালে।
মনোয়ার খোকন পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবি- জিদ্দি, গরিবের রাণী, একটি সংসারের গল্প, স্বপ্নের পুরুষ, ঘাত প্রতিঘাত, জ্যোতি, সংসারের সুখ দুঃখ, স্বামী কেন আসামী, মেয়েরাও মানুষ, ক্ষত বিক্ষত, প্রেম সংঘাত, খুনি শিকদার, ব্যাডসান, মায়ের হাতের বালা, কসম বাংলার মাটি, পাওয়ার। 
আমাদের দেশের এক সময়ের বাণিজ্যিসফল চলচ্চিত্রের অন্যতম প্রধান পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছিলেন মনোয়ার খোকন। তাঁর সময়ে তিনি একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। 
চলচ্চিত্র নির্মাণে তাঁর একটা নিজস্ব স্টাইল ছিল,
যা সিনেমা দর্শকরা পছন্দ করতেন। তাঁর নির্মিত প্রতিটি চলচ্চিত্রেই ভালো ভালো গান থাকতো, সেসব গান যেমন জনপ্রিয় হতো, তেমনই মানুষের মুখে মুখে ফিরত।
বেশ কয়েকটি চলচ্চিত্রে অতিথিশিল্পী হিসেবে অভিনয়ও করেছেন মনোয়ার খোকন।


এ জাতীয় আরো খবর