সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

কেশবপুরে আর্থ কোং এর পরিচালনায় মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৪-০২-০৪ ১৯:৪২:৪১


যশোর জেলার কেশবপুর উপজেলার শিকারপুর বহুমুখি বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী বিভিন্ন রোগীর চিকিৎসা ও বিনামূল্যে অসায় গরিব রোগীদের ওষুধ চশমা  প্রদান মেডিকেল ক্যাম্প পরিচালনা কেরে আর্থা কোং নামক একটি দাতব্য প্রতিষ্টান।  প্রতিমাসে দু’দিন ব্যাপি প্রতিটি ইউনিয়ন চলবে এই  চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মি  পর্যন্ত এ কর্মসূচি পালন করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মো: হুমায়ুন কবির পলাশ চেয়ারম্যান ৩নং মজিতপুর ইউনিয়ন পরিশোধ,  । পরিচালনা করেন ফাতেমা খাতুন ময়না।
রবিবার রোগীর সেবা প্রদান করেছেন আর্থ কোং খুলনা সার্বিক সহযোগিতায় ছিলো খুলনার সুনামধন্য বেক্তি মালিকানাদিন প্রতিঠান আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো খলিলুর রহমান এমবিবিএস (আরইউ) সিএমইউ পিজিটি মেডিসিন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডিপিটি চক্ষু ডা. মোঃ বি ইউ রোমেল 
এ ব্যপারে মো হুমাউন কবির পরাশ বলেন গরিব অসহায় মানুষের পাসে এমনি ভাবে জদি প্রতিটি প্রতিষ্টান এগিয় আসে তবে গ্রমের সুবিধা বনচিত মানুষ গুলো চিকিৎসাসেবা নিসচিত হবে। আর্থ কোং এর ক্যাম্প পরিচালক ফাতেমা খাতুন বলেন আমাদের প্রষ্টানের মূল্য উদ্দেশ্য হলো প্রতিটি থানার প্রতিটি ইউনিয়নে মাসে একদিন করে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে গ্রমের লোকদের সুচিকিৎসার আওতায় আনা এবং এরই ধারাবাহিকতা প্রতিটি থানায় একটি বিশেষায়িত ডক্টরস পয়েন্ট তৈরি করা জাতে মানুষ সল্পমূলে বিষেজ্ঞ ডাক্তার দেখানর সুযোগ করে দেওয়া।

 


এ জাতীয় আরো খবর