সখীপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজের সমাপনী ও পুরস্কার বিতরণ
- জাহিদুল ইসলাম,
-
২০২৪-০১-৩০ ১৮:৫২:২৬
- Print
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। “ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি " এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুর মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.হারুন অর রশিদ, একাডেমিক কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।