ভেবে নিওনা নিজের সম্পত্তি
চিরদিন তোমারই থাকবে।
বরং এটাই ভাব- তোমার যেমন
চাওয়া,পাওয়া,অধিকার আছে
অন্যেরও তা থাকাটাই স্বাভাবিক।
হারানোর বেদনার চেয়ে
ধরে রাখাটাই উত্তম নয় কি!
এত বছর পর এ উপলব্ধিটুকু
নিশ্চয় হয়েছে তোমার!
যদি চলে যেয়ে কেউ
আবারো ফিরে আসে
ভেবে নিও সেও তোমার মত
পথ হারিয়ে ছিল।
পথের দিশা নতুন করে
পেলেই যদি,তবে আর
পথ হারাবার ভয় কি!
অসম প্রেম কেবল দূরেই ঠেলে না
কাছেও টেনে আনে বার বার।