যখন রাতের কিছু অংশ
বাকী থেকে যায়
জেগে উঠো বান্দা
করো তাহাজ্জুদ আদায়।
সকল নফল নামাজ হতে
তাহাজ্জত শ্রেয়
"মাক্বামে মাহমুদ" দান করবেন
হও আল্লাহর প্রিয়।
মাঝরাতের নামাজীর নসীব
জান্নাত স্বচ্ছ ঘর
অালস্য ত্যাগ করে
থাকো সাল্লাতে বিভোর।
শেষ রাতে মহান আল্লাহ্
বান্দার নিকট আসে
কৃতজ্ঞতার ফরিয়াদ
কবুল করেন হেসে।
তাহাজ্জতের সালাত আল্লাহর
নৈকট্যতা লাভ
পরের গুনাহ নাজাত পাবে
পূর্বের গুনাহ্ মাফ।
তাহাজ্জতের সালাত পড়ো
মুমিন মুসলমান
উপঢৌকন নিশ্চিত জান্নাত
করুণাময়ের দান।।