মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • দূরত্ব
  • ২০২৪-০১-২৩ ২৩:১৫:৩৯

দিনে দিনে দূরত্বটা বেড়ে গেছে নাকি বাড়িয়ে দিয়েছো
সেটা তোমারই জানার কথা। 
দূর থেকে সুনীল আকাশকে দেখা যায়
তাকে নিয়ে গল্প, কবিতা লেখা যায়
রং তুলির আঁচড়ে ছবি আঁকা যায় সহজেই 
কিন্তু শতচেষ্টা করেও হাতে ধরা যাবে না। 

বলেছিলে তুমি আসবে ---
 হলদে সর্ষে ক্ষেতের আল বেয়ে হাঁটবে ভোরের শিশির পায়ে মেখে। 
আমি জানালায় হাত রেখে সারারাত জেগে ছিলাম তোমাকে দেখবো বলে। 
আমার চোখ ভরা ছিল কত স্বপ্ন
কাঁধে ঝোলানো ছিল রঙিন চটের ব্যাগ,
হাতে ধরা কবিতার বই, উশকো-খুশকো চুল বাতাসে উড়ছে। 
পায়ে পায়ে এসে বললে ---- কী এলাম তো ? 
কবিরা কথা রাখতে পারে না আমি কিন্তু পেরেছি।
 
রান্নাঘরে মায়ের খুটখাট শব্দে চোখ মেলে দেখি  ---
সূর্যের আলোয় ঘর ভরে গেছে । 
না সে তো আসেনি। 
এমনি করে গ্রীষ্ম,বর্ষা,শীত কত বসন্ত পেরিয়ে গেছে  
সময় আপন গতিতে গড়িয়ে চলছে আগামীর দিকে ---
দূরত্বটাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে --- তবু তার দেখা নেই,
দেখা মেলে না জন্মজন্মান্তরেও।


এ জাতীয় আরো খবর