হে মোর ভালোবাসা
তোমায় যদি দেখতে না পেলাম
আমার চোখ দু’টি অন্ধ করে দাও।
হে মোর ভালোবাসা
তোমায় যদি ছুঁতে না পেলাম
আমার হাত দু’টি কেটে নাও।
হে মোর ভালোবাসা
তোমার কথা যদি শুনতে না পেলাম
আমার কান দু’টি বধির করে দাও।
হে মোর ভালোবাসা
চাঁদের আলোয় যদি তোমায় দেখতে না পেলাম
প্রতি রাত অমানিশার ঘোর অন্ধকারে ঢেকে দাও।
হে মোর ভালোবাসা
তোমার সাথে যদি সমুদ্র স্নান করতে না পারলাম
সাগরকে ভাটা করে শুকিয়ে দাও।
হে মোর ভালোবাসা
তোমায় নিয়ে যদি পর্বত চূড়ায় উঠতে না পারলাম
সমস্ত পৃথিবী সমতল করে দাও।
হে মোর ভালোবাসা
তোমায় নিয়ে যদি নির্জন অরণ্যে একান্তে থাকতে না পারলাম
সমস্ত ভূ-ভাগ মরুভূমি করে দাও।
হে মোর ভালোবাসা
তোমায় যদি সোহাগ করতে না পারলাম
আমার সকল অনুরাগ অনুভূতি শূন্য করে দাও।
হে মোর ভালোবাসা
আমি তোমায় ভালোবাসি যদি বলতে না পারলাম
আমায় তুমি বোবা করে দাও।
হে মোর ভালোবাসা
আমার সকল অপারগতার বাধা কাটিয়ে
আমায় তুমি আপন করে নাও
হে মোর ভালোবাসা, না হয় আমায় মৃত্যু দাও।।