যদি পারো হৃদয় ছুঁয়ে দিতে
আমি মৃত্যুর কাছ থেকে আরও কিছুদিন
ধার নেব জীবন।
যদি হাতটি ধরো আবার
নিমিষেই পার হয়ে যাব দ্বিধার কাঁটাতার
যদি পারো কপালে লিখে দিতে
নামটি তোমার
জেন জন্ম জন্মান্তরে আমি শুধুই তোমার।
যদি ভালোবাসার কথা বলো আরেকবার
আমি ডুবসাঁতারে পার হয়ে যাব অথৈ সমুদ্র শঙ্কার।
যদি হৃদয় ছুঁয়ে দিতে পারো বারবার
আমি মরেও জন্ম নেব আবার।