প্রেম কি?
লেখক বললো প্রেম হলো উপন্যাস,যার পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে থাকে নতুনত্ব।
প্রেম কি?
পতিতা বললো,প্রেম হলো এক রাতের উপার্জন।
প্রেম কি?
প্রেমিক বললো,এক আকাশ স্বপ্ন আর নতুন করে পৃথিবী চেনা।
প্রেম কি?
সুইপার বললো,প্রেম মানে আবর্জনায় যে শিশু কুড়াই পাই।
প্রেম কিন্তু প্রেমের জায়গায় আছে। শুধু যার যার দৃষ্টিকোন থেকে সংজ্ঞাটা পরিবর্তিত হয়।