আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দলটি।জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে জাতীয় পার্টির সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন দলটির কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ হয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ এর নাম অনুমোদন করবেন।