সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

ন ন্দি নী আ র জু

  • দূরের খেয়া
  • ২০২৪-০১-০৮ ১১:২৪:১৮

এই তো আমার দূরের খেয়া, অকূল পারাপার, 
এই তো ঘনায় অস্ত তারায় নিঝুম অন্ধকার।

হয়তো অলিক ধূসরঠোঁটে মনকেমনের বেলা, 
থাক পড়ে সব অন্ধসুরে নিত্য দিনের খেলা।

হারানো বেলার নিশীথ আলোয় নিবিড় সন্ধান।
ব্যথার আড়াল কেবল ঢাকে বাউল-অভিমান।

বিষাদ আষাঢ় মেঘ রঙে রঙে এঁকেছে জল-নূপুর, 
টাপুর টুপুর সিক্ত-কথন কান্না হাসির সুর।


এ জাতীয় আরো খবর