ওদিকে যেওনা নিলাদ্রী, ওদিকে ধূলো
আর ধোঁয়া! চোখ জ্বলে যাবে।
এদিকে বসো না, এদিকে গরম হাওয়া!
গা ঝলসে যাবে।
উফফ! অরণ্য সবকিছুতে কেবল তোমার
নিষেধাজ্ঞার গোয়ার্তমি!
এসো আজ আমরা অন্যকিছু ভাবি,
অনুরাগের বৃষ্টিতে স্নান করে মধ্যরাতের
নরম আলোয় পূণ্য ও জ্ঞানে নিজেদের
সমৃদ্ধ করি।