চিন্তার গতিশীলতা, অজস্র হাসি
শুন্যতার সীমারেখা হলো উপপাদ্য সর্বনাশী -
ধীরে ধীরে ভাবনার মণিমুক্তাগুলো জ্বলে নাকো আলো
অন্তরে বিভক্তি যেন পদ্য-ছড়ায় ধরা দিয়ে গেলো।
গদবাঁধা ছন্দ দিয়ে কাঠামো হবে, হলো
অর্থহীন কিছু প্রলাপ-নিমিষেই এলোমেলো -
মনেরও যে রক্ত মাংস আছে, সে বুঝে উঠা ভার
তবুও সৃষ্টিশীল প্রতিভাগুলো টিকে আছে তার।