গিঁটগুলো কেমন যেন আলগা হয়ে আসছে।
অনন্তব্রহ্মাণ্ডে মহাকর্ষটানে জীবের অণুপ্রাণ আমি
ক্রমশঃ ছুটে চলেছি পরিণতির দূর্নিবার পাকে।
জীবনাবর্তে প্রকৃতির নিয়ম উলঙ্ঘন অপ্রাকৃত,
পরমসত্যকে মেনে নিতে পারাটাই ঈশ্বরের দান ।
ধীরে ধীরে পরিচিত কাছের মানুষ সবাই অতীত হ'য়ে যাচ্ছে।
অমোঘ টানে আমিও এগিয়ে চলেছি তাদের কাছে।
যা পেয়েছি, তা অমূল্য পারানির কড়ি।
যা পাইনি, তা অনধিকার বলে মনে করি।
অজ্ঞতায় যদি কোনো ভুল ক'রে থাকি
তাই, শেষ মার্জনা চাওয়া জানি রয়ে গেছে বাকি।
বন্ধু হও, শত্রু হও, যে যত দুরেই থাকো
আমার শেষ যাত্রার পথ সুগম করতে
কিছু শুভেচ্ছা বাঁচিয়ে রেখো।