মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

র ফি কু ল ই স লা ম

  • আজও শুনি গুলির আওয়াজ
  • ২০২৩-১২-০৪ ০৯:৫৩:২১

একাত্তুর ; এই তো মাত্র সেদিনের কথা 
ঘরেঘরে অগ্নিসংযোগ নৃশংস হত্যা, লুটতরাজ
বোমা আর মেশিনগানের কান ফাঁটা আওয়াজ।
ভীত সন্ত্রস্ত মানুষের দিগ্বিদিক ছুঁটাছুটি
নিজ গৃহে নেই, নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা। 
নয় মাস, অতঃপর স্বাধীনতা ;
ভাবনাহীন দুরন্ত কৈশর, যতদূর চোখ যায়
সব আমার পরম স্বাধীনতা—
ধূলো ওড়া মাটির পথ,গাছে গাছে পাখির বাসা 
বিন্যাস্ত স্মৃতির দর্পণে ভেসে ওঠে  কত কথা, 
রাফখাতার  উপরে লেখা– ১৯৭৬ সাল 
মাধ্যমিক স্কুল, সবে মাত্র আয়ুর সকাল। 
এখন অফিসে বসে লিখছি ২০২৩ সাল 
ভাবছি– পিছনে ফেলে এসেছি কতটা কাল। 
আজও আগুন দেখি,দুর্নীতি আর লুটতরাজ 
পথে হাঁটে হতাশায় দক্ষ তরুণ যুবক —
ন্যায্য দাবীর মিছিলে রক্তাক্ত শ্রমিকে লাশ। 
অর্ধশতাব্দীর দিনলিপিতে নৈরাজ্য হিংস্রতা
অধিকারের দেয়ালে লোহার পেরেক ঠোকা 
আজও ধর্ষিত হয় আমার কাঙ্ক্ষিত স্বাধীনতা।

 


এ জাতীয় আরো খবর