সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

মুনা চৌধুরী

  • হলুদ সাংবাদিকতা
  • ২০২৩-১২-০৩ ২২:০৫:৫১

হলুদ সাংবাদিকতার উদ্দেশ্যে 
হলুদ ক্যাফেতে বসে প্রণোদিতভাবে 
ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ 
পরিবেশন করা হচ্ছিল।
 
খুব মনোযোগ সহকারে 
শুনছিলাম আর দেখছিলাম। 
ফাঁকে ফাঁকে নিজের ছবি তুলছিলাম। 
হঠাৎ হলুদ সাংবাদিক খেয়াল করে, 
আমার পোশাকটির রঙও হলুদ। 

ততক্ষণে হলুদ সাংবাদিকের 
রঙিন ফুলেল পোশাকটি 
নিজের অজান্তেই স্বচ্ছ জলের রঙ 
ধারণ করে ফেলেছে। 

এভাবেই পরিকল্পিত নক্সার, 
অপরিমিত কাল্পনিক ব্যবহার, 
সম্পূৰ্ণ রঙিন রবিবাসরীয় 
সাময়িকীতে পরিণত হয়।

স্রোতের বিপরীতে সাঁতরানো 
মানুষের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে হলে 
খুব সচেতন যে থাকতেই হয়!
 


এ জাতীয় আরো খবর