সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • কবির পরিচয়
  • ২০২৩-১২-০৩ ০৯:৩০:০৭

কবিতার সাথে হৃদ্যতা গড়ে পেলাম তোমাদের পরিচয়, 
কত জ্ঞানীগুণী তোমরা --- মানবতাকে করেছ অক্ষয়, 
সৃষ্টির মাঝেই নিবেদিত তোমাদের প্রাণ, 
মননশীল চর্চায় সবারে করেছ আপন পেয়েছ সম্মান। 
সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র --- কলম ক্ষুরধার, 
শব্দ-সম্ভারে সাজিয়ে কবিতার কণ্ঠে পরাও অমূল্য হার।

অসহায় মানুষের জন্য উন্মুক্ত তোমাদের কলম, 
ক্ষতবিক্ষত সমাজের ঘা সারাতে প্রলেপে দাও মলম। 
কবিতার নেশা জাগাও কিশোর-কিশোরীর অন্তরে,
জ্ঞানের আলো জ্বেলে দাও আসমানীদের ঘরে ঘরে। 

নিজের ঘরে জ্বলে না আলো, পেটে নেই ভাত, 
তবুও নিজেকে উজাড় করে বাড়িয়ে রাখো দুটি হাত।
হায়রে মানব ! তোমরাই বুঝি বিধাতার বরপুত্র, 
মানবসেবায় এগিয়ে যাও, না-ই বা জানলে বৈষয়িক সূত্র।
মনের ক্ষুধায় পূর্ণ করো দেহের ক্ষুধা 
কালির আঁচড়ে কুসংস্কার ভেঙে বিলিয়ে সুধা। 
তোমাদের সেবা মূল্যায়ণ করার নেই কোনো মাপকাঠি, 
তোমরা কবি, ঠুনকো সম্মান ছাড়া জীবন হলো না পরিপাটি।


এ জাতীয় আরো খবর