শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

পাইকগাছায় বিষ প্রয়োগে কাঁকড়া নিধনের ঘটনায় থানায় অভিযোগ

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৩-১১-২১ ১৮:২৪:২৯
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া মারার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। রোববার রাতে কে বা উপজেলার জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় হ্যাচারীতে এ ঘটনা ঘটায়। এতে প্রায় ৩শ কেজি কাঁকড়া মেরে ফেলা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত হ্যচারী মালিক উত্তম মন্ডল ও অশিত পাল জানায়, গত রোববার পৌর সদরের জিরো পয়েন্ট সংলগ্ন প্রথম কালভার্ট এলাকায় ১০ শতক জমির উপর পুকুরে ৫ ভাগে ভাগ করে প্রায় ৩শ কেজি কাঁকড়া অবমুক্ত করেন তারা। নিয়মিত পরিচর্যার পাশাপাশি প্রতি রাতের ন্যায় হ্যাচরীতে পাহারা বিদ্যমান ছিল। তবে ঘটনার রাতে সাড়ে ১২ টার দিকে পাহারা দার ঘুমিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পাহারাদারের ঘুমিয়ে পড়ার সুযোগে রাত সাড়ে ১২ পর যেকোন সময় কে বা কারা হ্যাচারীতে বিষ দিয়ে চলে যায। সকালে হ্যাচারীতে গিয়ে কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে সাবাড় হয়ে যেতে দেখতে পান। এ ঘটনায় তাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার শিকার উত্তম আরো জানান, ব্যবসায়িক দ্বন্দের জেরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, কাঁকড়া মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মৃত কাঁকড়া পরীক্ষার জন্য থানার মাধ্যমে ভিসেরা রিপোর্টের জন্য ঢাকা মহা খালিতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তবে ঠিক কি কারণে কাঁকড়া মারা গেছে সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।

এ জাতীয় আরো খবর