চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলায় মো.বাদশা(৫৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে পৃথক মাদক মামলায় এবাদুল হক (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২০নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল—১ এর বিচারক মোহা:আদীব আলী আসামীর উপস্থিতিতে ফেনসিডিল মামলার আদেশ প্রদান করেন। মামলায় দন্ডিত বাদশা বারঘরিয়া লক্ষীপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। অপরদিকে বিকেলে অতিরিক্ত দায়রা জজ—১ আদালতের বিচারক মো:রবিউল ইসলাম হেরোইন মামলায় দন্ডিত এবাদুলের অনুপস্থিতিতে(পলাতক) মামলার আদেশ প্রদান করেন। হেরোইন মামলায় দন্ডিত এবাদুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারা মানিকচর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
ফেনসিডিল মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০১৮ সালের ২৫ অক্টোবর ঝিলিম ইউনিয়নের দক্ষিনচর গ্রামে বাদশার বাথানবাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে ২,১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদশা। এ ব্যাপারে্ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের উপ—পরিদর্শক অনুপ দাস। মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব ক্যাম্পের উপ—পরিদর্শক রাব্বী মোরছালিন ২০১৯ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অপরদিকে হেরোইন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) মো: রবিউল ইসলাম জানান, গত ২০১৬ সালের ৫ মে নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ আটক হয় এবাদুল। এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন থানার উপ—পরিদর্শক নজরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা উপ—পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৬ সালের ২৫ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।