মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

মোঃ ম নি র হো সে ন

  • ভুলের মাঝেই জীবন চলমান
  • ২০২৩-১১-২০ ১৬:২৭:৪৮

কিছু মানুষ আপনাকে ভালোবাসে
যাদের আপনি উপেক্ষা করেন।

কিছু মানুষ আপনি ভালোবাসেন
যাদের কাছ থেকে আপনি অবহেলার স্বীকার হন।

কিছু মানুষ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে
যাদের সাথে আপনি সম্পর্ক রাখেন না।

কিছু মানুষকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন
কিন্তু, তারা মনের দিক থেকে প্রতারক।
 
আপনি যখন আপনার এই ভুলগুলো বুঝতে পারবেন, 
তখন সময় গড়িয়ে জীবন সমাপ্তির পথে। 

এই ধরনের ভুলকে ঘিরেই 
আমাদের জীবন চলমান----।


এ জাতীয় আরো খবর