পাহাড়ের গায়ে নীলপদ্ম মেঘ,
অভিসারে মত্ত বিকেল-
জলধি সীমানায় কিছু ওম চায় ওম।
সুন্দরী গাছের পাতার ফাঁকে গোধূলি হাসি
সূর্যের ছায়া ফেলে জোয়ার কল্লোল
হ্রদের কোমল বক্ষে।
হামেশা দোল খায় দোল- ছোট্ট নৌকার
পাটাতন খেয়ালি মানুষ গুলো।
ভাটার টান নেই নোঙরে
আছে জোয়ারের তীব্র আস্ফালন
সহসা থেমে যায় লোনা জলের কপলধোয়া তরী।
যেন মনুমেন্ট মানুষগুলো
মানুষের বশে ওঠানামা করে আর
নিঃশ্বাস ফেলে লু-হাওয়ার সংগোপন আঁধারে।
সাঁতরাতে চায় সানন্দে, পারে না,
স্বাধীন সুখের কালবেলায়
বলতে চায় সবকথা- সবগান-
এতদিন ছিল যা নিষ্প্রাণ কালকূট আধারে,
প্রাণ পেতে চায় একটুখানি আলোর সন্ধানী হয়ে
আলোকবর্তিকায় পথ চিনে স্বপ্ন-সাগরে।