সাতক্ষীরা ঃ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আফতাবুজ্জামানের সাথে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, কার্যকরী সদস্য ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক দেশ বর্তমান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম আনিছুর রহমান প্রমুখ।এসময় প্রতিমন্ত্রী আফতাবুজ্জামানকে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হয়।