মরুদেশ সংযুক্ত আরব আমিরাত প্রবল বৃষ্টি ও বন্যার কবলে। স্থানীয় সময় শুক্রবার (১৮ই নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় ভারী বৃষ্টি হয়। দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন, আবহাওয়ার এ বৈরি অবস্থায় লোকজনকে সৈকতে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ডুবে গেছে অনেক রাস্তঘাট, জলাবদ্ধ হয়ে আছে বেশ কিছু জায়গা। এর ফলে আমিরাতে যানবাহন ও ফ্লাইট পরিচালনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জারি করা হলুদ ও কমলা সতর্কতা অনুযায়ী, আমিরাত জুড়ে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত।