শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৮ ২৩:১৩:০৫

শনিবার (১৮ নভেম্বর) নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। 
সাকিব আল হাসান একজন প্রতিনিধির মাধ্যমে ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন বলে জানানো হয়েছে। 
মননোয়নপত্র বিক্রির ঢাকা বিভাগ টিম বুথের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল জানিয়েছেন এ বিভাগ থেকে সাকিব আল হাসান তার প্রতিনিধির মাধ্যমে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 
এছাড়া সাকিব আল হাসান তার প্রতিনিধির মাধ্যমে মাগুরা-১ এবং মাগুরা-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় টিমের দায়িত্বে থাকা শেখ হাসান মেহেদী।


এ জাতীয় আরো খবর