আমি চাই আমি তোমাকে বলি " আমি তোমাকে ভালোবাসি" কিন্তু বলি না।
কেন জানো? আমি বলে ফেললে তুমি আমায় ভালোবাসবে না এই ভয়ে।
এই যে আমি তোমাকে বলি না, কিন্তু তুমি আমায় ভালোবাসো এটা আমি বুঝতে পারি।
হ্যাংলামো একদম পছন্দ করো না তুমি, তাইতো তোমার পিছনে পিছনে ঘুরঘুর করা রাতুলকে ভালোবাসলে না।
তুমি তাকে খুব রকম পছন্দ করতে। আমাকে একদমই পছন্দ করতে না শুরুর দিকটায়।
আমার চেহারায় নাকি সুইটনেস নেই, যা কাউকে ভালোবাসার জন্য খুবই জরুরী।
কিন্তু তুমি নিতুকে বলেছিলে, আমার নাকি পারসোনালিটি আছে, যা কাউকে ভালোবাসার জন্য আকর্ষনীয়।
নিতু যে দিন এ কথাটি আমাকে জানিয়েছিলো, তখনই বুঝেছিলাম আমি যোগ্য, তুমি আমার প্রেমে পড়বে।
দেখলেতো, এখন তুমি আমার পিছনে পিছনে ঘুরঘুর শুরু করেছো আমি কিন্তু স্থীর, অবিচল।
কারণ, ঐ যে পারসোনালিটি, যা তোমাকে আমার প্রতি আকর্ষিত করে।।