আমায় একটা স্নিগ্ধ নরম পাখিডাকা ভোরের ছবি দেবে!
যেখানে সিক্ত ঘাসের ডগায় মুক্তোর দানার মতন টলটল করবে শিশির বিন্দু,
যে ভোর এসে মিশবে সদ্য শেষ হওয়া রাতের কোলের আলোআঁধারিতে,
ঘুম ভাঙা চোখে পাখি ডেকে উঠে গাইবে ঘুম ভাঙানিয়া গান।
আমায় একটা রোদে ভরা সকাল উপহার দেবে!
বলো না দেবে!
শরতের নরম সোনা মাখা রোদের সকাল,
যার হালকা পরশে গাছে ফোটা ফুলগুলো
মুখ তুলে চাইবে আকাশের বুকে!
আমাকে দেবে একটি নিস্তব্ধ নিরালা স্নিগ্ধ নদীর তীরে গোধূলির ছায়াভরা বিকেল,
যে নদীতে যাবেনা ভেসে ছিন্ন পাতার তরণী,
যে নদীর টলটলে জলের ছায়ায় দেখবো পশ্চিমের লাল হয়ে যাওয়া আকাশের বুকে সূর্যাস্ত,
অসংখ্য সন্ধ্যা তারা জ্বলে উঠবে আকাশের বুকে
লক্ষ প্রদীপের মালা হয়ে,
গৃহস্থের ঘরে ঘরে জ্বলবে সাঁঝবাতি,
তুলসি মঞ্চে বেজে উঠবে মঙ্গল শঙ্খ।
তারপর আসবে রাতের নির্জনতা,
মলিন রাত্রি মুছে গিয়ে সব অন্ধকার ঘুচিয়ে
আসুক অজস্র শিউলি ফোটা নতুন সকাল,
কাশের বোনে লাগুক বাতাসের দোলা,
ঘরে ঘরে বেজে উঠুক নতুন ভোরের সুর
"বাজলো তোমার আলোর বেণু "।
এভোর যেনো ছড়িয়ে দেয় খুশির হাওয়া,
মুছে যাক সব গ্লানি,
পরাভূত হোক গতদিনের কান্না, হাহাকার,
নৈঃশব্দের অন্ধকার, ক্ষুধার্তের আর্তনাদ, দৈনতা, দীনতা সব সরে গিয়ে আসুক সে স্বপ্নের ভোর,
তুমি কি দেবে আমায় একটি সুন্দর স্বপ্নের ভোর উপহার!
আমি যে সেই ভোরের আশায় তাকিয়ে বসে আছি,
আমি, আমরা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত এই হতাশার ভোর, সকাল, নিঝুম সন্ধ্যার আকাশে,
দুপুরের গনগনে রোদে পুড়ে মরছে তোমার আমার সবার আশার দিনগুলো।
বল না দেবে! এক স্বপ্নমাখা নতুন ভোরের আলো,
সুন্দর সোনা রোদে মাখা একটি ঝকঝকে সকাল,
নিরালা নিস্তব্ধ ছায়াময় দ্বিপ্রহর,
লক্ষ লক্ষ তারায় ভরা ঝকঝকে আকাশ,
বল না দেবে!