ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল সম্পর্ক বলে মন্তব্য করেছেন। বুধবার (১৫ই নভেম্বর) লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘হাউ অ্যা বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ভারতের নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও সমৃদ্ধি বিনিময়ের ক্ষেত্রে দেশটির পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা জানতে চেয়েছিলেন ব্রিটেনে নিেেয়াজিত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। জবাবে দু’দেশের আঞ্চলিক বিরোধ নিরসনে উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে সীমান্তবর্তী অঞ্চলগুলো পুনর্গঠনে সহযোগিতামূলক প্রচেষ্টার কথা তুলে ধরেন এস জয়শংকর। দুইদেশের সমুদ্রসীমা ও সীমান্ত নিয়ে নিয়ে মতবিরোধের মীমাংসার কথা উল্লেখ করে তিনি জানান উল্লেখযোগ্য এসব বিরোধ নিরসন অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য একটি ভালো উদাহরণ।
এসময় ভারত বাংলাদেশের মধ্যে সংযোগকারী দুটি প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। গত দশ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুটি রেললাইন ও একটি বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য ভারত বাংলাদেশি বন্দর ব্যবহার করছে এবং এ বন্দর দিয়ে বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে বলেও জানান এস জয়শংকর।
এছাড়া, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসাও করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।