মহেশখালীতে পানি খাওয়া'কে কেন্দ্র করে দিন-দুপুরে যুবককে গুলি করে হত্যা!
- গাজী মোহাম্মদ আবু তাহের
-
২০২৩-১১-১৬ ১৭:৪১:০৯
- Print
মহেশখালী কক্সবাজার প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩
ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল(২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা গ্রামে এঘটনা ঘটে।
নিহত যুবক সোহেল(২৪) বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটার গ্রামের জৈনিক ওসমান গণির পুত্র বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন-মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা যায়-
গতকাল ১৫ নভেম্বর (বুধবার)সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন স্থানীয় চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহাসান ও সোহেল গং এর মধ্য কথা-কাটাকাটি হয়।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এর জের ধরে
আবারও উভয় পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়৷ এতে সোহেল (২৪) নামে এক যুবক গুলিবৃদ্ধ হয়ে মৃত্যু হয়।
নিহত সোহেলের পরিবারের দাবি-
পানি খাওয়াকে কেন্দ্র করে আজ সকালে এহাসানের নেতৃত্বে সোহেলের উপর বেশ কয়েকজন লোক হামলা করে এবং এহাসানের গুলিতে সোহেল নিহত হয়।
এবিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান-
পানি খাওয়াকে কেন্দ্র করে বড় মহেশখালীতে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ,তবে এঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।
ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।