মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৬ ১০:২১:৪৩

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দল। বিশ্বকাপ ফুটবলের মূল মঞ্চে নিয়মিতভাবেই অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বেও উঠেছিলো সকারুররা। 
তাই বাংলাদেশকে এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের শুরুতেই লড়তে হবে কঠিন প্রতিপক্ষের সাথে। তবে এসব বিষয় না ভেবে, বাংলাদেশ মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চায়। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ফুটবলারদের প্রস্তুত করেছেন সেভাবেই। 
মেলবোর্নের ঠান্ডার সাথে বাংলাদেশের খেলোয়াড়রা মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। বিশ্বকাপ বাছাই পর্বে দু’দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছিলো। দু’বারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে খেলাটি।


এ জাতীয় আরো খবর