মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে গাজা ইস্যুতে জো বাইডেনের বিরুদ্ধে মামলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৫ ২১:৪৪:৪০

ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে ব্যর্থতা এবং যুদ্ধের প্ররোচনা দেয়ার অভিযোগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বি¬ঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নামে মামলা হয়েছে। মামলাটি করেছে নিউইয়র্কের নাগরিক স্বাধীনতা গ্রুপ- সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস-সিসিআর।
ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী ফিলিস্তিনি এবং উপত্যকায় অবরুদ্ধ থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সংস্থাটি। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার বিবরণীতে বলা হয়, ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের মানুষকে মানুষ না মনে তাদের সাথে করে জন্তুর মত আচরণ করছে। নির্বিচারে ফিলিস্তিনি সাধারণ মানুষ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়ে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। আর সেই হামলায় ইন্ধন জুগিয়েছে যুক্তরাষ্ট্র।
মামলায় বাইডেন ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও আসামি করা হয়েছে।
গত ৭ই অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এই সংঘাতে ইসরাইলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।


এ জাতীয় আরো খবর