মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ও ঢাকার
যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা জাতীয়করণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এক ধরনের স্বার্থান্বেষী মহল এমন একটি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এধরণের সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের প্রতি শিক্ষকদের নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে। নেতৃবৃন্দ শিক্ষক নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সাময়িক বরখাস্তের আদেশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।