ইদানিং বড্ড বুড়িয়ে যাচ্ছি ,
মুখের ভাঁজে বয়সের রেখা
ছেড়ে কথা কইছে না,
তেল,নুনের হিসাব,চড়া বাজারদরের সাথে
অঙ্কের হিসাব যাচ্ছে গুলিয়ে,
আর বয়স বাড়ছে চড়চড়িয়ে,
তাল মিলিয়ে পা ফেলতে গিয়ে হোঁচট খাচ্ছি বেশ,
তবু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা,
তাই ভুলে থাকি 'পাখি সব করে রব' দিনগুলো
আর মেলাই না দিনলিপির পাতা,
হেমন্তের অপার্থিব জোস্নায় কবিতা নয়
শস্যের অন্বেষণ করি,
বড় নিস্ফলা দিনে ফলবান বৃক্ষের জন্য হাহাকার
মনে করিয়ে দেয় বয়স দৌড়াচ্ছে
আর আমিও দৌড়াচ্ছি,
তবে এখনও ক্লান্তিহীন হয়ে পড়িনি
কারণ আমার একটা ঘুমপুর নামে শহর আছে
যেখানে ঘুমকুমারী হয়ে ডুব দেই ঘুমের রাজ্যে।
যাই কিছুক্ষণ ঘুমিয়ে আসি
একটা হিমমাখা শিউলি সকালের প্রত্যাশায়।