বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

রী তা রা য়

  • মেঘবালিকা
  • ২০২৩-১১-১৫ ১৮:৩৭:৪৭

তুমি নিঃশেষে ঝরোনাকো
আমি আসছি শরতের ভেলায় চড়ে
তোমার সাথে দেখা করতে।
তাই বলছি একটু দাড়াও-
তোমার জন্য ফুলের ডালি সাজাচ্ছি
কদম,কেয়া,কেতকি,জুই,চামেলি সবই আছে
কিন্তুু -
তোমার সবচেয়ে প্রিয় কাঁশফুল
সেটা নিতে একটু প্রথম শরৎ পর্যন্ত
অপেক্ষা করো,পারবেনা?
তুমি আর অশ্রুবারি ফেলো না,
না হলে শরতের হিমেল হাওয়া তোমায়
নিয়ে যাবে অনেক দুরে।
তোমার জন্য একমুঠো শীতের
সোনালী রোদ্দুর নিবো ভাবছি।
ও না,না, তুমি তো আবার রোদ্দুর  পছন্দ  করোনা।
তাহলে প্রথম শীতের ঘাসের বুকে ছড়ানো
মুঠো মুঠো স্বপ্নগুলো নিয়ে যাই,কি বলো?
আমি জানি, তুমি এগুলো পেলে অবশ্যই 
খুব খুব খুবই হ্যাপি হবে।
খুশির আলোয় আলোকিত তোমার
হালকা ঘোরানো মুখটা দেখতে
সত্যিই অদ্ভুত সুন্দর, শুধু মুগ্ধতা আর স্নিগ্ধতা।
মেঘ বালিকা
তুৃমি কি আর একটু দাড়াবে?
সামনেই বসন্ত, ফুল আর রঙয়ের ছড়াছড়ি।
আমি কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ ও নিতে চাই
তোমার জন্য।
অনেক গুলো গাঁদাফুলের মালা আছে
তোমার ঢাউস খোঁপায় সত্যিই অপূর্ব সেগুলো।

মেঘবালিকা তুমি থাকবে তো? 
আমি তোমাকে না দেখা পর্যন্ত -
তুমি ঝরে পরবেনা তো রক্তগঙ্গা হয়ে
অভিমানে পরবেনা তো ঝরে পৃথিবী পরে?
তুমি যেন মেঘফুল হয়ে উড়ে যেওনা
দুরন্ত বৃষ্টির ঝাঁপটায়।


এ জাতীয় আরো খবর