তুমি আমার হৃদমহলের পাসওয়ার্ড।
আমি তোমায় ভুলবো কেমন করে?
ব্লকে ব্লকে ঝাঁঝরা হলো বুক।
মনপাখিটা ছটফট করে
তোমাকে হারিয়ে।
মেঘবালক,
তুমি কি মেঘের দেশে হারাালে?
আমার ভালোবাসা, আমার আবেগ,
আমার খুনসুটি কিছুই তুমি বোঝো না।ব্লক,
আনফ্রেন্ড তো আমাদের নিত্যদিনের খেলা।
রেগে গিয়ে কখনও আমি ব্লক করি,কখনো তুমি।
আত্মসম্মান বোধ দু"জনেরই খুব টনটনে।
তুমি চাও আমি ছোট হই,আমি চাই তুমি।অত:পর আমরা কেউ ছোট হইনা।
আত্মঅহংকারে দূরে সরে থাকি।এভাবেই বাড়তে থাকে দূরত্বের পাহাড়।
যে পাহাড় ডিঙ্গানোর সাধ্য কারো নাই।
দূরত্বের পাহাড়ে চাপা পড়ে,
অব্যক্ত কথামালা,সোনালি স্বপ্ন,স্পর্শহীন ভালোবাসা।
শেষমেষ ভালোবাসারা আত্মহুতি দেয় আজন্মের মতো।
আমরা কেউ তা টের পাইনা।
দূরত্বের পাহাড় ঢেকে দেয় সব কিছু।
এমনকি আমার হৃদকংকালও।