সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

মু ন তা হা জা বি ন

  • তোমার পালা
  • ২০২৩-১১-১২ ২৩:১১:৩৭

আমার কথা সব বলেছি 
এবার তোমার পালা!  
দুয়ার খুলে নেবে কি মোরে
না নিলে লাগাও তালা।।

পথের পথিক পথে যাব
রোদ বৃষ্টিতে পড়ে রব,
খাব কিনা, নাহি খাব
কাটবে সকল বেলা।।
 
অযাচিত এসেছিলাম
হয়তো মনের ভুলে,
চেয়েছিলাম থাকতে কাছে
মনের বেদীমূলে।

আমার কথা সব বলেছি
এবার তোমার পালা!


এ জাতীয় আরো খবর