একদিন হয়তো বা
দেয়ালে পেরেক ঠুকে
আটকানো হবে
ফ্রেমে বাঁধা তেলরঙ ছবি ।
বিদীর্ণ বক্ষ জুড়ে
হাহাকার... !
যে জন্ম ভিক্ষা করেছিল পিতা,
জঠর-গৃহ বসন্তে ফুটে এলো যে আলো,
সেও তো একদিন ঢেকে যাবে পাংশুল মেঘে ।
স্যাঁতসেঁতে দেয়ালও একদিন জীর্ণ হবে,
মূর্ছাগত আমি লীন;
শুধু ক্ষয়ে যাওয়া এপিটাফে
কয়েকটি বর্ণ সঙ্গী হবে একদিন।