ভেবেছিলাম
খুব সাধারণ কেউ
ভালোবাসতে
বলছে কাছে এসে
ভেবেছিলাম
আমার মতন তার
হাসি-কান্না
বেদনার অনুভব।
প্রতিটিবার
কেন
ভুল হয়ে যায়
আমার
ভেলা বেয়ে যাই
ঘূর্ণিস্রোতের মুখে?
ডুবে যাই আমি
মরে যাই
কখনো বা উঠি
ভেসে
অলৌকিক ইচ্ছাতে।
আমার চেয়ে
অসাধারণ
আমার চেয়ে
বিস্তৃত জ্ঞান
আমার চেয়েও
বুদ্ধিদীপ্ত
সবাই
তবুও কেন
ব্যাখ্যা তাদের
ওলোট পালট
হয়?
অনুভূতিরও শুদ্ধ দহন
অতিবাহনের
পাতায় পাতায় আছে
নীরবে তা'ই
ধর্ষীত হয়
অব্যক্ততার কাছে।
প্রজ্ঞাবানের অন্যায়গুলো
গর্হিত বলে
বিবেচ্য সেতো জানা
অন্ধ থেকেই তাই
প্রলয়ের সব তান্ডব
খেলে তারা।
অথচ আমার নেই
থেমে থাকা সততায়
বয়ে চলি মরুভূমে
বিস্তৃত স্রোত ধারা।