এখন আর সহজেই মুগ্ধতা জমে না
চারদিকে শুধুই অস্থিরতা
রঙিন দিনগুলো এখন মনে হয় রক্তাভ সময়
ধীরে ধীরে বাড়ছে অনিশ্চয়তার দোলাচল
কী হাটে-বাজারে অথবা জীবন-যাপনে
সবই যেন আশা-নিরাশার ঘেরাটোপে বন্দী
সৌন্দর্য্য আজ কুয়াশাজড়ানো স্বপ্নের মত
হঠাৎ করে উঁকি দিয়ে মিলিয়ে যায়
হয়তো অধরাই রয়ে যাবে
নয়তো মিলিয়ে গিয়ে শুরু হবে নতুন ভোর
অপেক্ষা অথবা নির্মাণে.....