মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

ফে র দৌ স খা ন ম

  • নিজেস্ব বলে কিছু থাকুক ঃ
  • ২০২৩-১১-১২ ১০:৪১:০৭

কষ্ট পেলে ক্ষত লুকাবার জন্য,
ছোট্ট একটু নির্জন জায়গা দরকার,
যেখানে চুপটি করে বসে,
আকাশের দিকে তাকিয়ে,
নীরবে ফেল ফেল করে,
যত কষ্ট, যত ব্যথা , যত কান্না,
জমা থাকবে আকাশের বুকে,
সব কথার উওর চাইতে নেই,
সব প্রশ্নেরও উওর নেই,
সব ব্যথা প্রকাশ করতে নেই,
চোখের জলটুকুও দেখাতে নেই,
নিজের সাথে বোঝাপড়ার,
নিজেস্ব একটু জায়গা প্রয়োজন,
যা কিনা একান্তই ব্যক্তিগত থাকবে,
যেখানে শ্বাস নিতে কষ্ট হয় না ,
সব কষ্ট ,ক্ষত ,কান্নারা জড়িয়ে থাকে,
তারাই আমার সঙ্গী হয়ে থাক,
সঞ্চিত থাক আমার বুকে,
তবুও নিজেস্ব বলে,
একটু জায়গা থাকুক…….!!

বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর