বটিয়াঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ধানের ফলন যাচাই ও জাত বাছাই বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় ১১ নভেম্বর ২০২৩ শনিবার বটিয়াঘাটার দেবীতলা গ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমন মৌসুমের ২৬ জন ধান চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা সরজমিনে লোকজ ও দেবীতলাা কৃষক সংগঠনের সদস্য তাপস মল্লিকের উদ্যোগে গড়ে ওঠা ২০ জাতের স্থানীয় আমন ধানের মিনি ট্রায়াল প্লট এবং এলাকায় রোপনকৃত উচ্চ-ফলনশীন বিভিন্ন জাতের প্লট পরিদর্শন ও পরিভ্রমণ করে ধানের ফলন যাচাই ও জাত বাছাই করেন। আগামীতে দেবীতলা গ্রামে ধানের ফলন ও জাত বিচারের জন্য ০৪টি মিনি ট্রয়াল প্লট করবার পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া দিনব্যাপী প্রশিক্ষণে ধান বীজ সংরক্ষণের উপায় ও পদ্ধতির ধাপসমূহ নিয়ে হাতে কলমে আলোচনা হয়। প্রশিক্ষণটিতে সহয়কের ভূমিকা পালন করেন কৃষিবিদ সিরাজুল ইসলাম, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি ম-ল প্রমুখ:।
এই প্রশিক্ষণের মধ্যদিয়ে এলাকার কৃষকরা কোম্পানীর প্যাকেটজাত বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জন্য নিজেদের উৎপাদিত ধান থেকে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ধান জাত বাছাই ও বীজ সংরক্ষণ করতে পারবেন।