সিলেটের ঐতিহ্যবাহী বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদীস মাদ্রাসার ৯৫তম দোয়ায়ী জলসা আগামী (৮ নভেম্বর) বুধবার অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত মাহফিল শুরু হবে
সকাল ১০ টায় শেষ হবে রাত ১১টায়। এতে সভাপতিত্ব করবেন প্রবীণ আলেমে দীন শায়খুল হাদীস মাওলানা হিলাল আহমদ শায়েখে ঘোষগাও।
এতে আরও বয়ান পেশ করবেন শায়খুল হাদীস মাওলানা ফযলুর রহমান খাঁন বানিয়াচঙ্গী, মাওলানা মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খাঁন রুস্তমপুরী, এতে আরও বয়ান পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
উক্ত মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ।