তুমি বলেছিলে, তোমার জীবনে এ-আমার কোনো কাজ নেই,
দেখেছো অনেক, আমার মতন আর কোনো রংবাজ নেই!
অহংকারের জানালায় বসে
কথা বলেছিলে শুধু আক্রোশে
ভুলে ক’রে তাই দেখো নাই ঘরে আলোকের কোনো সাজ নেই
করুণ বেহালা বাজে উৎসবে, প্রিয়তমা এস্রাজ নেই।
আঘাতে তোমার লাজ নেই।
আত্মদীর্ণ আনন্দে দেখো ঝড়ের আকাশে বাজ নেই।
তোমার আঘাত বয়ে নিয়ে তাই
মেঘ হয়ে আমি দূরে সরে যাই
চোখ মেলে দেখি একটি রাজ্যে আমি ছাড়া মহারাজ নেই
স্মৃতিতে রয়েছো বন্যহরিণী যদিও জীবনে আজ নেই।
ব্যর্থ বয়স, শুকনো সাগরে
তীক্ষ্ণ দাঁতের শকুনেরা ঘোরে
তারা শুধু চায় রক্ত-মাংস, যেহেতু হৃদয়ে ঝাঁজ নেই
তুমি হয়ে গেলে অতি নগণ্য
সুদূর শিল্প, শুধুই বন্য
জীবনের ’পরে জীবনের সুচে তোমার তো কারুকাজ নেই
আমার জীবনে তবু তুমি আছো--আর কোনো মমতাজ নেই।