প্রেম আজ ---
মেনেছে হার
দুটো মন নয়
দুটো শরীরের কাছে।
সেই লজ্জায় বিবর্ণ হয়েছে মন
জমাট বাধা বুকে যেন
হয়েছে সীল গালা।
প্রেম এখন আর
আগের মতো
কারো কথায় কষ্টের
সাথে করে না আলিঙ্গন
নেই আগের মত খুনসুটি।
প্রেমে আজ বদলে গেছে
সুখের সজ্ঞা,
ভালোবাসার সজ্ঞা।
সর্বদা চলছে এখন
প্রেমের সওদা
সস্তায় মিলছে মন,
একটুতেই মিলছে শরীর।
নেশার পুরিয়া বা
লিকুইড়ের মতো সস্তা।
প্রেমে আর নেই আস্থা,
শ্রদ্ধা আর পরস্পরের প্রতি বিশ্বাস।
কথায় কথায় ব্রেকআপ
প্রেম আজ হাল ফ্যাশনে
পেয়েছে নতুন মাত্রা।
এখন আর প্রেমিকেরা --
সুনীলের মতো
যুগ যুগ ধরে
বরুনার মুখের হাসি
দেখার জন্য
বিশ্ব সংসার তন্নতন্ন করে
খোঁজে না নীলপদ্ম।
এখন আর প্রেমিকেরা--
বনলতার চোখের দিকে তাকিয়ে
দু'দন্ড শান্তি খোঁজে না।
এখন আর প্রেমিকেরা --
লাবণ্যের মনের ভাষা
পড়তে পারে না।
এখন প্রেমিকারা নির্ভরতা খোঁজে না
এখন প্রেমিকারা গিফট এর
প্যাকেটে খোঁজে সুখ।
এখন-
প্রেম মানেই শরীর............
প্রেম মানেই নষ্টামি.............
এখন-
প্রেম আড়ালে
প্রেম শরীরে।।