প্রায় নয়মাস পর ছেলেটি মেয়েটিকে আবার রিকোয়েস্ট পাঠায়।মেয়েটিও এড করে নেয়। ছেলেটি এসএমএস দেয়,মেয়েটি রিপ্লাই দেয় না।বরং তার এসএমএসের বদলে নিজের ওয়ালে কবিতা আকারে নিজের কথা লিখে।ছেলেটির ইনবক্সে ঢুকে মেয়েটি ছেলেটির এসএমএসের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে।প্রতিদিন অসংখ্যবার ছেলেটির টাইমলাইনে যায়।ছেলেটির ছবির সাথে কথা বলে।ইনবক্স Follow করে,সেখানে ছেলেটির নাম আর Active Now অথবা শুধু নামটার দিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে, এটা মেয়েটার একটা খেলা।ছেলেটার ছবিকে ফটোশপে নানারকম ইডিট করে,নিজেই আনন্দ পায়। ছেলেটির ইমোতে নানান অর্থহিীন কথা লিখে প্রায় প্রতিদিন । জানে এই কথা গুলি ছেলেটির নজরে পড়বে না । কারন ইমোতে সে ডিসকানেক্ট করা আছে । এই অর্থহীন কথা মেয়েটা কেন পোষ্ট করে সে নিজেও জানেনা।শুধু জানে এটা মেয়োটার নিজের মনের সাথে একটা খেলা।এতে সে শান্তি পায় ।সে হয়তো আজিবন এ খেলা খেলে যাবে,নয়তো না।