মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

শ ফি কু ল ই স লা ম

  • একটি জরুরি ঘোষণা
  • ২০২৩-১১-০২ ২২:৪৫:৪৩

এইতো ক'দিন আগেও 
শুধালে কী সুকৌশলে
বোঝালে পুষ্টি গুণ। 
কী উপকার পাওয়া যায়
যদি রোজ খাওয়া যায়
আলু, পটল, বেগুন। 

ডালেই আছে প্রোটিন 
চালেই বাঙালির তৃপ্তি
মাছ-ভাত কথার কথা 
ডিমে পাওয়া যায় শক্তি। 

মেনেই তো নিয়েছিলো 
বাজারেও গিয়েছিলো
তারপর... 
পকেটে যা আছে বাকি
জাত না কূল রাখি
চুপ কর।

মিথ্যে সাজায়, আর ভাবে কী বলবে
এভাবেই আধপেটা কতোদিন চলবে? 

বুড়ো বাপ, বুড়ো মা
শিশু হয়ে গেছে আজ
মুখ ফুটে বলে না
সঙ্কোচ, মুখে লাজ।

শিশুরা অবুঝ হয়ে
উঠে যায় ধুয়ে হাত
অসহায় মেনে নেয়া
নির্ঘুম কাটে রাত।

রোজ রোজ মাছ-ভাত
মাংস তো চাইনে
লংকা, পিয়াজ আর
মোটা চাল, আলু দে।

লুটেরা লুটে যা
গরীবের ঘাম চুষে 
দেশ ছেড়ে ফুটে যা।

বোকা নই, তবু সই
ধরে আছি ধৈর্য
বাঁধ ভেঙে গেলে পরে 
ঝড় অনিবার্য।


এ জাতীয় আরো খবর