কখনও তুমি ভীষন কঠিন কখনও মায়ায় ভরা কখনও চোখেতে অশ্রু চিক চিক কখনও হাসি ভরা। সেই শাসনে সেই বাঁধনে এই আমিকে গড়া তোমার শিক্ষা মাথায় নিয়ে এই বন্ধুর পথ চলা। তোমার আদর্শ ধারন করে জীবন যুদ্ধে লড়া।