শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

বে বী সা উ

  • লুকিয়ে রাখা রক্তচোখ
  • ২০২৩-১০-২৯ ১৬:৪০:১৮

সাঁতার শেখো দু'চোখ ভরা জলে
নেশায় আঁকো রক্তনালা ভোর...
তোমার আছে বিদ্ধ করা তীর 
লক্ষ্য ভেবে আমায় ছুঁড়ে মারো

আমিও সেই মৃত হরিণ দেহ 
শস্যক্ষেতে লুকিয়ে রাখি, একা 
গন্ধ পেয়ে শহর জেগে ওঠে 
তারাও বোঝে, মন্ত্র হলো লেখা

শরীর ছেড়ে বেরিয়ে আসা দেবী 
আগমনীর পক্ষে শেখে শোক 
চতুর তুমি ফুলের মালা দিয়ে 
ভোলাও তাকে; অন্ধ করো রোজ

লুকিয়ে রাখা রক্তচোখ,জানি
ভয় পাবে তো মাংসলোভী প্রাণী...


এ জাতীয় আরো খবর