নিসচা বরিশাল জেলা কমিটির জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- মোঃ রুহুল আমীন
-
২০২৩-১০-২৩ ১২:৩১:৩৯
- Print
২২অক্টোবর রবিবার সকাল ১০(দশ) ঘটিকায় বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়কের কাকলীর মোড় হয়ে আবার সার্কিট হাউস এসে র্যালিটি শেষ হয়। 'জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩' দিবসটির প্রতিপাদ্য বিষয় "আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি শেষে সভা কক্ষে বক্তব্য রাখছেন অধ্যাপক মোঃ রুহুল আমীন আহবায়ক নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, বিশেষ অতিথি জনাব ওয়াহিদুল ইসলাম পুলিশ সুপার বরিশাল, জনাব রুনা লায়লা উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি বরিশাল, জনাব মাসুদ মাহমুদ সুমন নির্বাহী প্রকৌশলী(সওজ) বরিশাল, জনাব এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাব বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহি উদ্দীন মানিক বীর প্রতিক, জনাব মোঃ রুকনুজ্জামান সহকারী পরিচালক বিআরটিএ বরিশাল সার্কেল বরিশাল, প্রধান আলোচনা করেন জনাব প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান বিভাগীয় পরিচালক বিআরটিএ বরিশাল, সভাপতিত্ব করেন জনাব মনদীপ ঘরাই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বিভাগ) বরিশাল। সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির যাত্রী, চালক, মালিক, ড্রাইভার, হেলপার ও শ্রমিকদের করণীয়সহ অভিভাবক-শিক্ষক, জনসাধারন, পথচারী, প্রশাসন ও আইন প্রয়োগকারীসংস্থার প্রতি দায়িত্ব- কর্তব্য নিয়ে আলোচনা করেন।