শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

দে বী অ ন্ন পূ র্ণা

  • খুব ইচ্ছে করে
  • ২০২৩-১০-২২ ২৩:০৬:১২

খুব ইচ্ছে করে ও'কে একটা উদার মুক্ত আকাশ দেই,
মন খারাপি মনে ও' যখন মেঘলা আকাশ দেখে, সত্যি ভীষণ কষ্ট হয় আমার!
কতইবা বয়স বড়জোড় ৮/৯
একদিন চোখে চোখ পড়তেই জিজ্ঞেস করেছিলাম," এই যে বাবু কি নাম তোমার?"
মুচকি হেসে বলেছিল" গায়িত্রী"!
এরপর যতবার চোখে চোখ পড়েছে ও' কখনোই হাসে নি।
ছোট ছোট হাতে ব্যস্ত থাকে ভেজা কাপড় শুকাতে দেওয়ায় অথবা জানলার গ্রিল মুছতে।
মলিন মুখে মলিন বস্ত্রে ও' যখন মেঘলা আকাশ দেখে,
ইচ্ছে করে আমার সমস্ত সুখ- স্বাচ্ছন্দ্য - ভালবাসা নিঙড়ে দেই ওকে।
খুব ইচ্ছে করে গায়িত্রীকে একটা উদার উজ্জ্বল আকাশ দেই।

 


এ জাতীয় আরো খবর